২০০০ সালের ২ জানুয়ারি, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সূচনা হয়েছিল উত্তরের আলো কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট-এর। নতুন সহস্রাব্দের সেই প্রভাতেই জন্ম নেয় একটি স্বপ্ন—বেকার তরুণ-তরুণীদের হাতে-কলমে আধুনিক কম্পিউটার শিক্ষা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা।
প্রতিষ্ঠার প্রথম দিনগুলোতে সীমিত পরিসরে শুরু হলেও, দৃঢ় মনোবল ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পেরেছি, তথ্যপ্রযুক্তি শুধু একটি বিদ্যা নয়; এটি একটি শক্তি, যা সমাজ ও জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। সেই উপলব্ধি থেকেই আমাদের প্রতিটি পদক্ষেপ গড়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে।
‘উত্তরের আলো’ নামের মধ্যেই লুকিয়ে আছে উত্তরাঞ্চলের মানুষের অগ্রগতির অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল চাকরির জন্য নয়, বরং আত্মনির্ভরশীলতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার শক্তি অর্জনের মাধ্যম। এই বিশ্বাসকে সামনে রেখে গত দুই দশকেরও বেশি সময় ধরে আমরা তৈরি করেছি অসংখ্য দক্ষ জনশক্তি, যারা আজ দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে।
আজ এই প্রতিষ্ঠান কেবল একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং উত্তরাঞ্চলের উন্নয়ন, প্রজন্মের স্বপ্ন এবং প্রযুক্তিনির্ভর অগ্রগতির এক আলোকবর্তিকা।